প্রথমবারের মতো ফ্রেঞ্চাইজি ক্রিকেট লীগ খেলার সুযোগ হয় তাসকিনের। এপিএলে তাসকিন খেলবেন কান্দাহারের হয়ে। ১ম ম্যাচে তাসকিন সুযোগ না পেলেও এবার ২য় ম্যাচেও দলে নেওয়া হয়নি তাকে।এর আগে গত শনিবার আসরের শুরুটা মনমতো হয়নি তাসকিন আহমেদের দলের। নিজেদের প্রথম ম্যাচে নানগরহারের কাছে ছয় উইকেটে হেরেছে তাঁরা। সেই ম্যাচেও খেলেননি তাসকিন।
সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান করেছিল কান্দাহার। সেই লক্ষ্য নয় বল হাতে রেখেই টপকে যায় নানগরহার। উল্লেখ্য, নানগরহারের হয়ে খেলার কথা ছিল দুই বাংলাদেশী তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের। কিন্তু ইনজুরির কারণে হয়নি তাদের খেলা। এরপরে মিঠুনকে পাঠানো হয়নি।
কান্দাহারের একাদশঃ- পল স্টার্লিং, ব্রেন্ডন ম্যাককালাম, করিম সাদিক, করিম জানাত, আসগর আফগান (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, নাজিবুল্লাহ জাদরান, আমির হামজা, সাইদ শিরজাদ, তাইমাল মিলস, ওয়াকার সালামখেলি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন