শিরোনাম

প্রচ্ছদ /   নিউজিল্যান্ডের হয়ে বিশ্বজয় করলেন এই টাইগার ক্রিকেটার

নিউজিল্যান্ডের হয়ে বিশ্বজয় করলেন এই টাইগার ক্রিকেটার

Avatar

রবিবার, অক্টোবর ৭, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নাম আমিনুল ইসলাম বুলবুল। দেশের হয়ে প্রথম টেস্টেই শতক হাঁকিয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে অন্য ভূমিকায় জড়িয়ে হলেও লেগে আছেন ক্রিকেটের সাথে। নিজের ছেলেকেও দেখিয়েছেন ক্রিকেটের পথ।

বুলবুলের ছেলে মাহদি ইসলাম এবার করেছেন বিশ্বজয়। অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বয়সভিত্তিক দলে মাহদি পরিচিত এক মুখ। সেই মাহদি খেলেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়েও। ঐ দলের হয়েই মাহদির হাতে এসেছে শিরোপা। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া জুনিয়র ওয়ার্ল্ড সিরিজে অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে শিরোপা জিতেছে তার দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫।

সম্প্রতি আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৫ দলকে হারিয়ে এই গৌরব অর্জন করে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দল। আর এই জয়ে ছিল মাহদির গুরুত্বপূর্ণ ভূমিকা। ছেলে এবং তার দলের এমন সাফল্যে স্বভাবতই অভিভূত দেশের ক্রিকেটের এই রত্ন।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বুলবুল লিখেন, ‘কী অসাধারণ এক জয়! এইমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচটি শেষ হল। অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৫ দল জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতেছে। এই জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে মাহদি। আলহামদুলিল্লাহ। ছেলের এই সাফল্যে আমরা অনেক গর্বিত।’

বুলবুলের ছেলে মাহদির ইচ্ছা বাংলাদেশের হয়ে খেলা। বাবা বুলবুলেরও একই ইচ্ছা। বাবার দেখানো পথে মাহদি হাঁটছেন পোক্ত কদমেই। এই বয়সেই দেশটির ভিক্টোরিয়ার রাজ্যদল ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিতভাবে পেশাদার ক্রিকেট খেলে যাওয়া মাহাদি ছিলেন বয়সভিত্তিকের বিশ্বকাপ সমতুল্য এই আসরের পুরো অস্ট্রেলিয়া স্কোয়াডের একমাত্র এশীয় বংশোদ্ভূত ক্রিকেটার।

ইতিপূর্বে ছেলের বাংলাদেশের হয়ে খেলা প্রসঙ্গে বুলবুল বলেছিলেন, ‘মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে। ক্রিকেটের প্রতি মাহদির ভালোবাসা আমার চেয়েও বেশি। ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন