আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুনামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতবারের মতো এবারের টুনামেন্টে দেখা যাবে মোট সাতটি দল। বিপিএলের অন্যতম ফেভারিট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারে অাসরে থাকছে।
২০১৫ সালে সর্বপ্রথম বিপিএলে অংশগ্রহণ করে এই দলটি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথম আসরে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে কুমিল্লা। গত মৌসুমেও তামিম ইকবালের নেতৃত্বে তৃতীয় স্থান পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল এর সবচেয়ে তারকাখচিত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশ এবং দেশের বাইরে একঝাঁক তারকা ক্রিকেটার রয়েছে তাদের দলে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবাল সহ ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসেন, লিটন দাস, আরাফাত সানি। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে ফখর জামান, সামিউল, ডুয়েন ব্রাবো, মোহেব মালেক, জস বাটলার, হাসান অালী, আফগানিস্তানে দুই স্পিনার রশিদ খান এবং মুজিবুর রহমান।
তবে এদের মধ্য থেকে মাত্র ৪ জন ক্রিকেটার দলে রাখতে পারবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতবছর লিটন কুমার, মোহাম্মদ সাইফুদ্দিন এবং ইমরুল কায়েসকে ধরে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক সূত্রে জানা গেছে, অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের সাথে বিদেশি কোটায় পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে এবারের মৌসুমের জন্য রেখে দিয়েছে দলটি।
গতবছরের কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরর হয়ে দারুন একটি মৌসুম পার করেছেন ওপেনার তামিম ইকবাল। বিপিএলে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। শুধু তাই নয় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম ইকবাল। ১০ ইনিংসে ৩৭ গড়ে ৩৩২ রান করেছিলেন তামিম ইকবাল।
১৩৩ স্ট্রাইক রেটে পুরো টুর্ণামেন্টে ৪৫ টি চার এবং ৭ টি ছক্কা হাঁকিয়েছিলেন তামিম। কোন সেঞ্চুরির দেখা না পেলেও দুটি অর্ধশতক করেছিলেন তামিম। দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রেখে দিযেছে লিটন কুমার দাসকে। গত আসরে প্রথম দিকে ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষের দিকে দারুণভাবে জ্বলে উঠেছিলেন তিনি।
১২ ইনিংসে একটি অর্ধশতক সহ ১২৫ স্ট্রাইক রেট ২৬১ রান সংগ্রহ করেছিলেন তিনি। তবে লিটন কুমার দাসকে গত বছরে পারফর্মেন্স নয় বর্তমান সময়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে দলে রেখে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে ইমরুল কায়েস।
গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন ইমরুল কায়েস। শুধু তাই নয় প্রথম চারটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন জাতীয় দলের এই ওপেনার। ১৪ ইনিংসে ২৯৯ রান করেছিলেন ইমরুল কায়েস।
তবে তারা ছেড়ে দিয়েছে রশিদ খান, মুজিবুর রহমান, জাস বাটলার, হাসান অালীকে। গত মৌসুমে মাত্র নয় ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের তরুণ পেসার হাসান অালী।আফগানিস্তানে দুই স্পিনার রশিদ খান এবং মুজিবুর রহমান থাকছে না কুমিল্লায়। বর্তমান ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয় এই দুই ক্রিকেটার।
বর্তমানে তারা বিশ্বের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে খেলে থাকেন। গত মৌসুমে রাশিদ খান খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে। কিন্তু মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরে যেতে হয়েছিল তাকে। গত মৌসুমে সাত ম্যাচে ৪.৪০ ইকোনমিক রেটে ছয়টি উইকেট লাভ করেছিলেন আফগানিস্তানের এই তরুণ তুর্কি।
রাশিদ খানের এর পরিবর্তে দলে ডাক পেয়েছিলেন আরেক স্পিনার মুজিবুর রহমান। তবে তখন তিনি ক্রিকেট বিশ্বের তেমন জনপ্রিয় ছিলেন না। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাত্র একটি ইনিংসে খেলেছিলেন মুজিবুর রহমান আর সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছিলেন তিনি। তবে কোনো উইকেট লাভ করতে পারেননি তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন