এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ দল। মাশরাফি বলেছিলেন নতুন বলে উইকেট হারানোর সম্ভাবনা থাকে বেশি,তাই পিছনের কাউকে যদি নামানো হয় উইকেট গেলেও তেমন চাপে পরবে নাহ।
লিটন দাসের আউটের মধ্য দিয়ে ৭ম উইকেট এর পতন হয়েছিল বাংলাদেশ এর।কিন্তু এই আউট নিয়্র রয়েছে বিতর্ক,স্পষ্ট দেখা যাচ্ছিল লিটন দাসের পা ৫০% এরো বেশি দাগের ভিতরে ছিল।বেশ কিছু নামকরা ক্রিকেট সাইটে এই বিতর্কিত আউট নিয়ে কথা বলছে।তাদের মতেও সিন্ধান্ত ছিল ভুল।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্যাটসম্যান মমিনুল হকের পরিবর্তে আজ খেলছে নাজমুল ইসলাম অপু। এদিকে ভারতের একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন
বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বতী রায়দু, দিনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ইউজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন