এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মন্ত্রণায় উজ্জীবিত হয়েছেন। ইনজুরি জর্জরিত দল নিয়েই কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে লড়তে হয়েছে বাংলাদেশকে।
টুর্নামেন্টের শুরুতে ছিটকে পড়া তামিম ইকবালের পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং গড় ৪৫। ঠিক ম্যাচের আগে দেশের উদ্দেশ্য বিমান ধরা সাকিব আল হাসানের ব্যাটিং গড় ৪০। কিন্তু এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ।
বিনা যুদ্ধে হার মানবে না বাংলাদেশ, অধিনায়কের এমন বার্তা মনে গেঁথে গেছে দেশের হয়ে খেলা একদল তরুন ক্রিকেটারের। ‘মাশরাফি ভাই সবাইকে একটা কথাই বলেছে, আমরা যখন যুদ্ধে নেমে যাই, তখন পেছনে তাকানোর সুযোগ নেই। যুদ্ধে নেমে গা বাঁচিয়ে চলা যায় না। হয় মারবেন, না হয় মরবেন, যে কোন একটা। এটা আমাদের অনুপ্রাণিত করেছে।,’ বলেছেন ৯৯ রান করে ম্যাচ সেরা হওয়া মুশফিকুর রহিম।
চলমান এশিয়া কাপে দারুন ফর্মে আছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে ৯৯ রান করে দলের ফাইনালে জায়গা করে নেয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন তিনি,
তবে ২৩৯ রান করেও ৩৭ রানের জয় নিশ্চিত করেছেন তরুন মুস্তাফিজ ও মিরাজরা। পাকিস্তানকে চেপে ধরে নতুন বলে উইকেট আবশ্যক ছিল। মিরাজ ও মুস্তাফিজে সেটাই পেয়েছে বাংলাদেশ।
‘আমরা ফলাফল নিয়ে ভাবি নি, শতভাগ দেয়া নিয়ে ভেবেছি। সবাই সবার শতভাগ দিতে পারলে দিন শেষে আমরাই জয় পাব। অনেক সময় হয়তো আমিও দলে থাকব না। আমরা পাঁচজনের কেউই থাকব না। তারপরও তো চলতে হবে। এই একটা কথাই হয়েছিল। আর সবাই সেদিক থেকে আত্মবিশ্বাস পেয়েছে। আপনি যদি পারফর্মেন্স দেখেন, মুস্তাফিজ, মেহেদি, মিথুন… এই জুনিয়ররাই আজকের ম্যাচের বড় হিরো।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন