শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের প্রশংসায় যা লিখল আনন্দ বাজার পত্রিকা

বাংলাদেশের প্রশংসায় যা লিখল আনন্দ বাজার পত্রিকা

Avatar

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

প্রিন্ট করুন

তকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। অঘোষিত এ সেমিফাইনালে জয় পাওয়ায় আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।বাংলাদেশের দেয়া ২৪০ রানের লক্ষে খেলতে নেমে ২০২ রানেই থমকে যায় পাকিস্তান। ফলে ৩৭ রানে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের এমন জয়ে ভারতীয় জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দ বাজার ‘বিদায় পাকিস্তান, ফাইনালে বাংলার বাঘেরা’ এই শিরোনামে লিখেছে-
শর্ট মিডউইকেট অঞ্চলে দাঁড়িয়ে মাশরফি মর্তুজা যখন ‘সুপারম্যান’ হয়ে শরীরটা ডান দিকে ছুড়ে শোয়েব মালিকের ক্যাচটা নিলেন, তখনই মোটামুটি ছবিটা পরিষ্কার হযে গিয়েছিল।

এর পর ইমাম উল হক একা লড়াইটা চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু ম্যাচের রাশটা নিজের হাতে নিতে পারেননি। মুশফিকুর রহিমের জায়গায় কিপিং করা লিটন দাস যখন চোখের পলকে বেলটা ফেলে দিলেন, ইমাম ক্রিজের বাইরে। গ্যালারিতে বেজে উঠল, ‘‘যাও এগিয়ে, আমার বাংলাদেশ।’’

আনন্দ বাজার লিখেছে, টস জিতে বাংলাদেশ ব্যাটিং নেওয়ার পরে প্রথম ৫০ ওভারে নায়ক হিসেবে উঠে এলেন দু’জন। পাকিস্তানের জুনেইদ খান। বাংলাদেশের মুশফিকুর রহিম। জুনেইদ অসাধারণ বল করে বাংলাদেশকে আটকে রাখলেন ২৩৯ রানে। আর মুশফিকুর এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেও দলকে পৌঁছে দেন লড়াইয়ের জায়গায়। যেখান থেকে জিতে গেল বাংলাদেশ।

সেখানে আরো লিখেছে, টস জিতে ব্যাটিং নেওয়ার পরে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল তিন উইকেটে ১২। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন মুশফিকুর। বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যানের পাঁজরে চোট আছে। যেটা নিয়েই তিনি খেলে চলেছেন। ফিল্ডিং করার সময় ঝাঁপিয়ে একটা ক্যাচ নিতে গিয়ে সমস্যায় পড়লেন। তাঁকে মাঠ ছাড়তে হয়। কিন্তু তাতে শেষ পর্যন্ত ক্ষতিটা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন