এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে সমান অবস্থানে আছে বলে দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। আজ জয় পেলেই ফাইনাল খেলার টিকিট মিলবে আর হারলেই বাদ এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ-পাকিস্তান। এই অঘোষিত সেমিফাইনালে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে হবে দুইদল।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে তেমন কোনো পরিবর্তনের সম্ভবনা নেই। শুধু ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে।এশিয়া কাপে তিন ম্যাচে শান্তর রান সংখ্যা ৬, ৭ ও ৭। যার জন্য আজ তাকে দেখা না যাওয়ারই বেশি সম্ভাবনা। এছাড়া আফগানদের বিপক্ষে জয়ের স্কোয়াড নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।
পাকিস্তান সম্ভাব্য একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন