শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফির আস্থা সৌম্য সরকার

মাশরাফির আস্থা সৌম্য সরকার

Avatar

বুধবার, সেপ্টেম্বর ২৬, ২০১৮

প্রিন্ট করুন

আজ পাকিস্তানের বিপক্ষে ওঘোষিত সেমিফাইনাল খেলতে মাঠে নামছে বাংলাদেশ। দলের পক্ষে থেকে আজ একাদশে ১ পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে। গত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ।

ওয়ানডাউনে সাকিব আল হাসানও ফেরেন প্রথম বলেই। খানিক পর তামিম ইকবালের চোটে পড়ে ছিটকে যাওয়া অবশ্য দুর্ভাগ্যজনক। পরের তিন ম্যাচে সেই দুর্ভাগ্য এনে দিয়েছে ভীষণ অস্বস্তি।

তরুণ উদ্বোধনী জুটি হিসেবে খেলে তিন ম্যাচই ব্যর্থ হয় লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর জুটি। টানা তিন ম্যাচ ওপেন করে তারা জুটিতে আনতে পেরেছেন মোট ৪৬ রান। গড়টা মাত্র ১৫.৩৩। প্রতি ম্যাচেই শুরুতে বিপর্যয়ের জন্যে কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে মিডল অর্ডারকে।

দল সূত্রে জানা গেছে, শান্তর সামর্থ্যের উপর দলের আস্থা থাকলেও তিন ম্যাচে তার আউট হওয়ার ধরণ ভাবাচ্ছে দলকে। কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগা এই তরুণকে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না দল।

শান্ত না থাকলে ওপেনিংয়ে বিকল্প হিসেবে সুযোগ পেতে পারেন দেশ থেকে উড়ে আসা সৌম্য সরকার। ওয়ানডেতে ক্যারিয়ারের তার একমাত্র সেঞ্চুরিটিও পাকিস্তানের বিপক্ষেই।

তাছাড়া অধিনায়ক মাশরাফির আস্থা সৌম্য সরকার এর উপর। তাছাড়া সৌম্যতে ভরসা পাচ্ছে টিম ম্যানেজমেন্টেও। আজ পাকিস্তানের সাথে বাঁচা-মরার লড়াইয়ে সৌম্যকে খেলানো কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

আসন্ন এশিয়া কাপে আহামরি কোন স্কোর করতে পারেনি শান্ত। তিনি গত ম্যাচে ২ সংখ্যার কোন রান করেনি তিনি ৩ ম্যাচ খেলে তার স্কোর ৭,৭,৬=২০। এর জন্য শান্ত যে থাকছেন না আজকের ম্যাচে এটা অনেকটাই নিশ্চিত।

ওয়ানডেতে সৌম্যের যে একটা সেঞ্চুরি এসেছিলো তা পাকিস্তানের বিপক্ষেই গত ২০১৫ সালে ১২৭ রান করেছিলেন। সেই সাহস টাই পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আজকের ম্যাচে দেখা যেতে পারে সৌম্যকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন