শিরোনাম

প্রচ্ছদ /   আশরাফুলের একটি নয় নতুন দুটি সাফল্যের কথা জানাল বিসিবি

আশরাফুলের একটি নয় নতুন দুটি সাফল্যের কথা জানাল বিসিবি

Avatar

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। শুরুটা লংগার ভার্সন ক্রিকেট জাতীয় লিগ দিয়ে। অংশ নেবে দেশের আটটি বিভাগ। মোট ৮টি ভেন্যুতে হবে এবারের লিগ।

জাতীয় ক্রিকেট লিগ প্রতিদ্বন্দীতাপূর্ণ করতে নতুন নিয়ম চালুর কথা ভাবছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মঙ্গলবার টেকনিক্যাল কমিটির সভায় আলোচনা হবে প্রতিটি ইনিংস সর্বোচ্চ ১২০ ওভার করা যায় কিনা।

এটি অনুমোদন পেলে চার দিনের ম্যাচে জয়-পরাজয়ের সংখ্যা বাড়বে। টেস্টের আদলে জাতীয় লিগের চার দিনের খেলা হওয়ায় ড্র’তেই শেষ হয় বেশিরভাগ ম্যাচ।

গতবারের মতো এবারও দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। টায়ার ওয়ানে খেলবে গতবারের চ্যাম্পিয়ন খুলনা, গতবার টায়ার টু থেকে টায়ার ওয়ানে উত্তীর্ণ হওয়া রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ ও বরিশাল বিভাগ।

টায়ার টুতে অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্টো। ডাবল লিগ পদ্ধতিতে এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের সাথে দুইবার মুখোমুখি হবে।

টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে, আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টুতে নেমে যাবে।

জাতীয় লিগ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। রোববার মিরপুরের একাডেমি মাঠে ব্যাটিং-বোলিং করেছেন ঢাকা মেট্রোর ক্রিকেটার তাসকিন, নাঈম, আশরাফুল, সানি, শুভ, মেহেদী মারুফ, কাজী অনিকরা।

ঢাকা মেট্রোর হয়ে ১লা অক্টোবর মাঠে নামবে আশরাফুলরা। যতদূর জানা গিয়েছে এইবার ঢাকা মেট্রোর অধিনায়ক হয়েই দলে ডাক পাচ্ছেন আশরাফুল। ঢাকা বিভাগের ক্রিকেটাররাও মিরপুরে অনুশীলন শুরু করেছে। অন্য দলগুলো অনুশীলন করবে যার যার বিভাগে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন