শিরোনাম

প্রচ্ছদ /   টানা ১২টি ম্যাচের মধ্যে এক সেঞ্চুরি চার ফিফটি তারপরেও

টানা ১২টি ম্যাচের মধ্যে এক সেঞ্চুরি চার ফিফটি তারপরেও

Avatar

শনিবার, সেপ্টেম্বর ১, ২০১৮

প্রিন্ট করুন

তামিম ইকবালের সঙ্গে আগে নিয়মিতই ওপেন করতে দেখা যেত ২০০৮ সালে ওয়ানডে অভিষেক হওয়া ইমরুল কায়েসকে। কিন্তু বর্তমান দলে তিনি দারুণভাবে উপেক্ষিত। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের পর থেকে ওয়ানডে সেট আপ থেকে ছিটকে পড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ইমরুলের শেষ কয়েক বছরের ক্যারিয়ার বিশ্লেষণে আসা যাক। ২০১৪ সালে একটানা অফফর্মে থেকেও ২০১৫ সালে তামিম ইকবালের সঙ্গে ওপেন করার সুযোগ হয়েছিলো ৩১ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের।

যদিও সবক’টি ম্যাচ খেলেননি; সফলও হননি তত। দলে অনিয়মিত থাকলেও ইমরুলের খেলা শেষ ১২টি ওয়ানডে ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যাবে, অন্যদের থেকে অনেকটাই ভালো খেলেছেন ইমরুল।তার সর্বশেষ ১২ ইনিংসে রান যথাক্রমে ৭৬, ৭৩, ৩৭, ১১২, ১১, ৪৬, ১৬, ৫৯, ৪৪, ১৯, ৬, ৩১, ৬৮ এবং ১। ১২টি ইনিংসে সেঞ্চুরি একটি, হাফ সেঞ্চুরি চারটি এবং ৩৫ থেকে ৪৯ রানের মধ্যে ইনিংস আছে তিনটি।

ইমরুলের ক্যারিয়ার স্ট্রাইক রেট যেখানে ৭০ এর নিচে, সেখানে গত দুই বছরে খেলা ১২ ওয়ানডেতে তার স্ট্রাইক ছিল প্রায় ৮০’র কাছাকাছি। আর এই কয়েক বছরে ইমরুলের জায়গায় বেশ কয়েকজন ওপেনার আসলেও থিতু হতে পারেননি কেউই।

তাদের রেকর্ডও খুব যে চোখ কপালে তোলার মত, সেটাও না। অথচ ইমরুল থাকার পরও তামিমের সঙ্গী হিসেবে কাউকেই পাচ্ছে না বাংলাদেশ। ?

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন