বৃহস্পতিবার (৩০ আগস্ট) আসন্ন এশিয়া কাপের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প চলাকালীন সময়ে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে বৈঠক করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সাকিব আল হাসান এবং ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা। এর পরেই এশিয়ার শ্রেষ্ঠত্রে লড়াইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে বাদ পড়েছেন সাব্বির ও এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আরিফুল হক। দলে রয়েছেন রয়েছেন বিতর্কিত মোসাদ্দেক হোসেন সৈকত।
তরুণদের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, নাজমুল ইসলাম অপু ও মেহেদি হাসান মিরাজ।আগামী মাসের ১৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা।
এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন