শিরোনাম

প্রচ্ছদ /   ম্যাচ সেরা হয়ে ভগবানকে ধন্যবাদ দিয়ে যা বললেন লিটন দাস

ম্যাচ সেরা হয়ে ভগবানকে ধন্যবাদ দিয়ে যা বললেন লিটন দাস

Avatar

সোমবার, আগষ্ট ৬, ২০১৮

প্রিন্ট করুন

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। আজ ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৯ রানে। ফলে সিরিজটি বাংলাদেশ ২-১-এ জিতে নিলো। এর আগে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ।

আজ টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৮৫ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এই রেকর্ডের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করতে পারেনি। ১৭.১ ওভারে তাদের স্কোর যখন ৭ উইকেটে ১৩৫, তখনই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তখন বাকি ১৭ বলে তাদের করার দরকার ছিল ৫০ রান কিছু সময় অপেক্ষার পর বাংলাদেশকে ডি/এল পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয়।

আজকের এই সিরিজ জয়ের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন দাস,এসময় লিটনকে জিজ্ঞাসা করা ম্যাচ সেরা হয়ে আপনার অনুভূতি কেমন।লিটন দাস বলেন,আমি আমার ভগবানকে ধন্যবাদ দিতে চাই এরকম ম্যাচ খেলার সামর্থ্য দেয়ার জন্য । 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন