ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বুধবার (১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে উইন্ডিজদের হারায় টাইগাররা।
এবার উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে হারাতে মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়ার্নার পার্ক, সেন্ট কিটসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
খেলা দেখাবে যে চ্যানেল : গাজী টিভি, চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন