ওয়েষ্টইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের টার্গেট টি-২০ সিরিজে।টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে তামিম ইকবাল বলেন ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাসকে জ্বালানী করে এই সিরিজেও ভালো করতে চায় টাইগার বাহিনী। এরই মধ্যে ওয়েষ্টইন্ডিজের টি-২০ দল ঘোষনা করা হয়েছে। দল থেকে গেইলকে বিশ্রাম দেয়া হয়েছে। এভিন লুইস, আন্দ্রে ফ্লেচারদের সাথে স্যামুয়েলস, ব্র্যাথওয়েইট, পাওয়েল এবং আন্দ্রে রাশেকে নিয়ে তৈরি করা হয়েছে তাদের ব্যাটিং লাইনআপ। ওয়ালটন এবং দিনেশ রামদিনও নিজেদের দিনে বড় স্কোর করতে পারেন সেটাও তারা প্রমান করে দিয়েছেন।
বোলিং আক্রমনে তাদের রয়েছে স্যামুয়েল বদ্রি, সেলডন কোটারেল, অ্যাশলে নার্স, কিমু পাল এবং কেসরিক উইলিয়ামস যারা যেকোন দলের জন্য বিপদের কারন হতে পারে। সেই সাথে ব্র্যাথওয়েইট, রাসেলারাও বোলিংয়ে সিদ্ধহস্ত।
বাংলাদেশে আছে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, সাকিব আল হাসান,. মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এটা শুধুই বাংলাদেশের সিনিয়র জুটি বলা যায়। এর বাইরে আছে সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির, মোসাদ্দেক, আরিফুল হক, যারা বড় শট খেলতে পারেন।
বোলিংয়ে মুস্তাফিজুর রহমানকে আরো একবার নেতৃত্ব দেয়ার পালা। তার সাথে আছে রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদের মত পেসার। সাথে আছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলামের মত টি-২০ স্পেশালিষ্ট স্পিনার। তাই সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন