শিরোনাম

প্রচ্ছদ /   টি-২০ সিরিজে নামার আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

টি-২০ সিরিজে নামার আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

Avatar

রবিবার, জুলাই ২৯, ২০১৮

প্রিন্ট করুন

২০১৭ সালে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে আসে বাংলাদেশ দল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একধাপ নিচে সপ্তম স্থান নিয়ে নিজেদের স্থান পাকা করে বাংলাদেশ দল। টানা এক বছর একই স্থানে রয়েছে বাংলাদেশ দল।তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শেষ হলেও র্যাংকিংয়ে কিছুটা অবনতি হয়েছে বাংলাদেশ দলে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জয় লাভ করার ফলে এক রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ৯২। অবস্থান আগের মতোই ৭ নম্বরে। সিরিজ শুরুর আগে রেটিং ছিল ৯৩। সিরিজটি জিতলেও র‍্যাংকিংয়ে নিজেদের চেয়ে নিচের দলের বিপক্ষে একটি ম্যাচ হারাতেই র‍্যাংকিং থেকে হারিয়ে গেছে ১টি রেটিং পয়েন্ট।

আইসিসি তাদের র‍্যাংকিংয়ের হালনাগাদ না করলেও আগেই জানিয়েছিল বাংলাদেশ এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে রেটিং হবে ৯৫, ২-১ ব্যবধানে জিতলে হয়ে যাবে ৯২। র‍্যাংকিংয়ের আট নম্বরে থাকা শ্রীলংকার সাথে ব্যবধানটা এখন ১৫ রেটিংয়ের। পাক্কা ১০০ রেটিং নিয়ে ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন