শিরোনাম

প্রচ্ছদ /   আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি-স্যার ভিভ রিচার্ডস

আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি-স্যার ভিভ রিচার্ডস

Avatar

মঙ্গলবার, জুলাই ২৪, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দারুন নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। টেস্টে বিবর্ন দলটি ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে মাশরাফি জানিয়েছিলেন ঘুড়ে দাড়াতে চান। আর সেই ঘুড়ে দাড়ানো ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি। এরপর তামিম এবং সাকিবের ২০৭ রানের জুটির পর মুশফিকের দুর্দান্ত এক ঝড়ো ইনিংসে ২৭৯ রান করে বাংলাদেশ।জবাব দিতে নেমে ক্যারিবিয়রা বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে ২৩১ রানেই গুটিয়ে যায়। এই গুটিয়ে দেয়ার কাজে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি। আর এই মাশরাফির বন্দনায় সাবেক অনেক ক্রিকেট গ্রেটরাও প্রশংসায় ভাসিয়েছিলেন। মাশরাফিকে নিয়ে কোন ক্রিকেটার কি বলেছিল চলুন দেখে নেই।

আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি — ব্রায়ান লারা (সাবেক অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ),পৃথিবীতে দুই ধরনের বোলার আছে। এক মাশরাফি আর অন্যটি বাকি সব — গ্লেন মেগ্রা (সাবেক ফাস্ট বোলার, অস্ট্রেলিয়া)

আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি– স্যার ভিভ রিচার্ডস (লিজেন্ড ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ),অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছেন কয়জন? — মাশরাফির ব্যাপারে ইঙ্গিত করে এডাম গিলক্রিস্ট (সাবেক উইকেটকিপার, অস্ট্রেলিয়া)

আপনি যদি মাশরাফির পুরো এক ওভার স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন– ভিভিএস লাক্সম্যান (সাবেক ব্যাটসম্যান, ইন্ডিয়া)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন