শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ ধীরে ধীরে ব্যাট করার কারণ ব্যাখ্যা দিলেন তামিম

এইমাত্র পাওয়াঃ ধীরে ধীরে ব্যাট করার কারণ ব্যাখ্যা দিলেন তামিম

Avatar

সোমবার, জুলাই ২৩, ২০১৮

প্রিন্ট করুন

টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই আনামুল হক বিজয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। এরপর সাকিব আল হাসান কে সাথে নিয়ে দায়িত্ববান হয়ে ওঠেন তামিম ইকবাল।তামিম এমনিতে মেরে খেলে অভ্যস্ত। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটের সঙ্গে মানানসই এক ইনিংসই বেরিয়ে এসেছে তার উইলো থেকে। ১৩০ রানের ইনিংসে তিনি বল খেলেছেন ১৬০টি। এই ইনিংসটিকে কিভাবে মূল্যায়ন করছেন? দেশসেরা ওপেনারের নির্লিপ্ত উত্তর, ‘যখন একটি ইনিংস দলের জয়ে অবদান রাখে, তখন সেটা সবসময়ই স্পেশাল কিছু।’

তামিমের ১০তম সেঞ্চুরির ইনিংসটি ছিল ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। তবে সেঞ্চুরি তুলে নেয়ার পর আগ্রাসী ভূমিকাতেই দেখা গেছে এই ওপেনারকে। শেষ ৩০ রান করেছেন মাত্র ১৪ বলে। সবমিলিয়ে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা ছিল তার ইনিংসে।

তামিম জানালেন, উইকেট ব্যাটিংয়ের জন্য মোটেই সহজ ছিল না। তবে পরিকল্পনা করেই এগিয়েছেন তারা, ‘আমরা যখন ব্যাটিং করতে আসি, এটা মোটেই সহজ উইকেট ছিল না। আমাদের শক্তিশালী অবস্থানে যেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয়, প্রথম ২৫ ওভার সত্যিই অনেক কঠিন ছিল।

বল টার্ন করছিল এবং ফাস্ট বোলাররাও সাহায্য পাচ্ছিল। তাই আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল যতটা সম্ভব সময় খেলে যাওয়া, স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে। আমাদের মনে মনে একটা লক্ষ্য ছিল, যেটা আমরা মুশফিকের ব্যাটিংয়ে পেয়ে যাই। আমরা আসলে লক্ষ্যটা পার করে ২০ রান বেশি করতে পেরেছি।’তামিম-সাকিবের চোধ ধাঁধানো ব্যাটিংয়ের পর হয়তো অনেকেই বড় ভাবছেন না মুশফিকের ইনিংসটিকে। কিন্তু ১১ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় গড়া তার ৩০ রানের বিধ্বংসী ইনিংসটা না হলে বড় সংগ্রহ পাওয়া হতো না টাইগারদের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন