শিরোনাম

প্রচ্ছদ /   লাইভ আপডেটঃ ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর দেখে নিন

লাইভ আপডেটঃ ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর দেখে নিন

Avatar

রবিবার, জুলাই ২২, ২০১৮

প্রিন্ট করুন

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ শেষ ওয়ানডে ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের নেমে নির্ধারিত ৪ট ওভারে ২৪০ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমে শুরুতেই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ৪ রানের মাথায় উপুল থারাঙ্গাকে ১ রানে অাউট করেন শরিফুল ইসলাম।তবে এরপরেই আশান প্রিয়াজন এবং সাদী সমরবিক্রম এর ব্যাটিং এ দারুন ভাবে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। দলীয় ১৩৪ রানের মাথায় ৭৫ রান করা সাদী সমরবিক্রমকে অাউট করেন খালেদ। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ৫৩ রান করা আশান প্রিয়াজনকে অাউট করেন সানজামুল ইসলাম।

১ রানের বিনিময়ে পরের ওভারে শেহান জয়সুরিয়াকে অাউট করেন খালেদ। বিপদে পড়া শ্রীলঙ্কা দলকে অারো বিপদে ফেলেন সানজামুল। দলীয় ১৩৬ রানের মাথায়ই দসুন শানাকাকে অাউট করেন সানজামুল ইসলাম। দলীয় ১৮৫ রানের মাথায় শম্মুকে ১৫ রানে রান অাউট করেন অাফিফ হাসান।

এরপরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক থিসারা পেরেরা। দলীয় ২১২ রাননের মাথায় ৪৪ রানে থিসারা পেরেরা কে আউট করেন সানজামুল। নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা দল। এডেল বাংলাদেশের চারটি উইকেট লাভ করেন সানজামুল ইসলাম।

২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পয়ন্ত ৩ ওভারে বিনা উইকেটে ১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সৌম্যর পরিবর্তে আজ ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান এবং জাকির হাসান

বাংলাদেশ দল : সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আসিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আলামিন, ফজলে রাব্বী, সাইফ হাসান, মিজানুর রহমান, জাকির হোসেন, সাইফুদ্দিন, সোহাগ গাজী এবং সানজামুল ইসলাম।

বাংলাদেশ সফরের জন্য শ্রীলংকা ‘এ’ ওয়ানডে দল : থিসারা পেরেরা – ক্যাপ্টেন, উপুল থারাঙ্গা, দসুন শানাকা – ভাইস ক্যাপ্টেন, লাহিড়ু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, আশান প্রিয়াজন, সাদী সমরবিক্রম, চরিত আসালামা, শম্মু আস্থা, মিন্দ ভানুকা, মালিঙ্গা পুষ্টকুমার, নিশান পিরিস, শেহান মাদুশকা, আসিয়া ফার্নান্ডো, ঈশুর উদানা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন