শিরোনাম

প্রচ্ছদ /   উইন্ডিজের বিপক্ষে বিশাল জয় তুলে নিল টাইগাররা দেখে নিন সংক্ষিপ্ত স্কোরবোর্ড

উইন্ডিজের বিপক্ষে বিশাল জয় তুলে নিল টাইগাররা দেখে নিন সংক্ষিপ্ত স্কোরবোর্ড

Avatar

শুক্রবার, জুলাই ২০, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না তারা। ২২৮ রানের টার্গেটে ৪৩.৫ বলে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।টসে জিতে বোলিং করতে নেমে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ০ রানে প্রথম ওভারেই ওয়ালটনের উইকেট তুলে নেন রুবেল হোসেন। দলীয় ৫০ রানের মাথায় ক্রিস গেইলকে ২৯ রানে আউট করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ৭০ রানের মাথায় অাবারো উইকেট তুলে নেন সৈকত। কিরটনকে ৫ রানে অাউট করেন তিনি।

তার ৬ রান পরেই আমির জংগুকে ৩৬ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোসাদ্দেক হোসেন। দলীয় ৮৩ রানের মাথায় রভম্যান পাওয়েলকে ৬ রানে আউট করেন মোসাদ্দেক। এর ৬ রান পরে এন্ডি রাসেলকে ১১ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান।১০ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট লাভ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মোসাদ্দেক হোসেন চারটি এবং রুবেল হোসেন তিনটি উইকেট লাভ করেন।

২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে উইকেট হারায় বাংলাদেশ। ০ রানেই প্রথম ওভারে আউট হন আনামুল হক বিজয়। তবে এর পরেই নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমারের ব্যাটের ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলীয় ৯০ রানের সময় ইনজুরিতে পড়ে লিটন কুমার দাস ৪১ রানে অবসরে যান।

তার পরিবর্তে ব্যাটে আসেন মুশফিকুর রহিম। দলের ১০১ রানের মাথায় ৪২ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল হাসান শান্ত। তবে ব্যাটিং নেমে বেশিক্ষন স্থায়ী হতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ১২২ রানের মাথায় ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।দলীয় ১২৭ রানের মাথায় ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাব্বির রহমান। দলীয় ১৫৬ রানের মাথায় ১১ রান করে আউট হয়ে যান মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেকের আউটের পর ইনজুরি থেকে আবারো ব্যাটিংয়ের ফিরে আসেন লিটন কুমার।

ব্যাটিংয়ে নেমে ৬১ বলে ফিফটি তুলে নেন লিটন কুমার দাস। এরপরেই ৫০ বলে ফিফটি তুলে নেন মুসফিক। শেষের দিকে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন আউট হওয়ার আগে তিনি করেন ৭০ রান। মুশফিকুর রহিম ৭৫ রানে অপরাজিত থাকেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন