শিরোনাম

প্রচ্ছদ /   ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিন নম্বর পজিশনের জন্য সমাধান দিলেন মাশরাফি

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিন নম্বর পজিশনের জন্য সমাধান দিলেন মাশরাফি

Avatar

মঙ্গলবার, জুলাই ১৭, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এর আগে তিনি কথা বলেছেন দেশের অনলাইন নিউজ সাইট বিডিনিউজ এর সাথে। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ ওয়ানডে দলে তামিমের সঙ্গী হিসেবে আনামুল হক বিজয়কে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দলে দেখতে চান।

বিডিনিউজ সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা বলেন, “এই মুহূর্তে বিজয়ের (এনামুল হক) ওপর পুরো বিশ্বাস রাখতে চাই। ত্রিদেশীয় সিরিজে দলে ছিল, এই সিরিজে আছে। যেহেতু তাকে দলে নেওয়া হয়েছে, আমি দ্বিতীয় কাউকে নিয়ে চিন্তা করতে চাই না। চাইব, সে সুযোগটা লুফে নিক। বিশ্বকাপ আসতে আসতে যেন শুধু জায়গা পাকা করাই নয়, দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

সবচেয়ে বড় ভাবনা তিন নম্বর নিয়েই। এই সিরিজের দলে আছে লিটন, সাব্বির ও শান্ত। তিনজনের সুযোগ আসতে পারে। এই সিরিজে শুরুতে একজনের সুযোগ আসবে। সে খারাপ করলে এই সিরিজে বা পরে অন্য কারও সুযোগ আসবে। ওপেনিংয়ের মতো এখানেও চাইব, কেউ একজন জায়গাটা নিজের করে নিক। সেটা যত দ্রুত সম্ভব। বিশ্বকাপের কাছাকাছি গিয়েও যদি আমরা না জানি যে তিন নম্বরে থিতু কে, তাহলে সেটা দলের জন্য বিপদ হবে।

নতুন কোচ এসেছেন। তারও নিশ্চয়ই ভাবনা আছে। আমি যা চিন্তা করছি, সেটাই যে ঠিক, তা আমি কখনোই বিশ্বাস করি না। কোচের সঙ্গে কথা বলতে হবে। সাকিবের সঙ্গে কথা বলতে হবে। সবার মত নিয়েই সিদ্ধান্ত হবে। তবে যেটা বললাম, এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় এখন দরজায় কড়া নাড়ছে। দ্রুত সমাধানে আসতে হবে।

তবে এর আগে তামিম ইকবালের সাথে ওপেনিং এ খেলেছিলেন আনামুল হক বিজয়। ২০১৫ বিশ্বকাপের পর তার জায়গা নেন সৌম্য সরকার। সৌম্য সরকারের পরিবর্তে এবছর শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নতুন করে আবারো দলে সুযোগ পান তিনি। তবে ত্রিদেশীয় সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বিজয়।

তার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তামিম ইকবালের সাথে ওপেনিং করেছিলেন মোহাম্মদ মিঠুন। তবে মাশরাফির বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠবেন এনামুল হক বিজয়। আর যদি তিনি আবারও ব্যর্থ হন তাহলে সৌম্য সরকার অথবা ইমরুল কায়েসকে তামিমের সাথে দেখতে চান মাশরাফি বিন মর্তুজা, “লিটন এখানেও বিকল্প হতে পরে। ইমরুলকে ছুঁড়ে ফেলা হয়নি। খুব করে চাইব, ‘এ’ দলের হয়ে সৌম্য রান করুক। সুযোগ তাই অনেকেরই আছে। তবে প্রথম চাওয়া, বিজয় যেহেতু এখন দলে আছে, মনে-প্রাণে চাই সে যেন ক্লিক করে।

বিজয়ের একটা বড় গুণ সে বড় ইনিংস খেলতে পারে। হাতে শটও আছে অনেক। কিছু সুনির্দিষ্ট কারণে সে দলের বাইরে ছিল। আশা করব সেই জায়গাগুলায় উন্নতির প্রমাণ দিতে পারবে। ওকে সেই বিশ্বাস, সেই ভরসা দল দেবে। সেটা আমরা সৌম্য, লিটন, ইমরুলদেরও দিয়েছি। ওকেও সেই মানসিক সাপোর্ট দেওয়া হবে। এখন বাকিটা তার ওপর।

চার-পাঁচ-ছয়ে তো মুশফিক, রিয়াদ, সাকিব আছেই। তবে বাংলাদেশে আরেকটি সমস্যার লোয়ার অর্ডার এই ব্যাটসম্যান নিয়ে। এই ব্যাপারে মাশরাফি বিন মর্তুজা বলেন, “সাত-আটেও ভাবনার ব্যাপার আছে। এই সিরিজে হয়তো সাতে মোসাদ্দেক, আটে মিরাজকে ভাবছি আমরা। পেস বোলিং অলরাউন্ডার থাকলে খুব ভালো হতো, কিন্তু তেমন কাউকে তো পাচ্ছি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন