শিরোনাম

প্রচ্ছদ /   মাঠে নেমেই টাইগ্রেসদের রানের বন্যা দেখে নিন বাংলাদেশের স্কোরবোর্ড

মাঠে নেমেই টাইগ্রেসদের রানের বন্যা দেখে নিন বাংলাদেশের স্কোরবোর্ড

Avatar

শনিবার, জুলাই ১৪, ২০১৮

প্রিন্ট করুন

আরো একটি বড় টুর্নামেন্টের ফাইনালে অাজ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলএইতো কিছুদিন আগেই এশিয়ার সবচেয়ে বড় জমজমাট টুর্নামেন্ট নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর অায়ারল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ সিরিজ জয় লাভ করে নেদারল্যান্ডের নারী বিশ্বকাপের বাছাইপর্বের টুর্নামেন্টে খেলতে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের তিন ম্যাচের পর গতকাল তারা স্কটল্যান্ডকে ৫০ রানে হারিয়ে বিশ্বকাপে নিশ্চিতসহ বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশঃ ২১/০ (২.৩) সামিমাঃ১২, আয়েশাঃ ৭

অাজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৮:০০ টা অায়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার এই ম্যাচে জিততে পারলে টানা দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনি কে হারিয়েছে ৮ উইকেটে, নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ৪২ রানে অলআউট করে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ

আর নিজেদের তৃতীয় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৯ রানে অলআউট করে ৮ উইকেটে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৭৬ রান সংগ্রহ করে স্কোটল্যন্ড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন