শিরোনাম

প্রচ্ছদ /   বিদেশের মাটিতে মিরাজের বিশ্বরেকর্ড

বিদেশের মাটিতে মিরাজের বিশ্বরেকর্ড

Avatar

শনিবার, জুলাই ১৪, ২০১৮

প্রিন্ট করুন

প্রথম দিনে উইডিজ দল তান্ডব চালালেও ২য় দিনে দারুণভাবেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। এইদিন বল হাতে ৫ উইকেট তুলে নেন মেহেদি মিরাজ। তার বোলিং জাদুতেই ৩৫৪ রানেই গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস।দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেটের দেখা মেলান আবু জায়েদ রাহী। পরপর হেটমাইর এবং চেজকে ফেরান রাহী। এর আগে প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট।

তিনি ১১০ রান করে আউট হয়েছেন। তাছাড়া, সাই হোপ ও কিরন পাওয়েল দুজনই ২৯ রান করে সাজঘরে ফিরেছেন। বাংলাদেশী বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছেন ৫ উইকেট। আবু জায়েদ ৩টি এবং তাইজুল নিয়েছেন ২টি। উইন্ডিজের ইনিংস শেষ হয় ৩৫৪ রানই। এই ইনিংসে নতুন রেকর্ড গড়লেন মেহেদি মিরাজ। সেটি হলো প্রায় ৪ বছর পরে প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে ৫ উইকেট নিলেন মিরাজ। এর আগে ৫ উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে তাইজুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন