শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ দলের এই অবস্থার কারণ হিসেবে যাকে দায়ী করলেন এই টাইগার

এইমাত্র পাওয়াঃ দলের এই অবস্থার কারণ হিসেবে যাকে দায়ী করলেন এই টাইগার

Avatar

শনিবার, জুলাই ৭, ২০১৮

প্রিন্ট করুন

গতকাল প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ১২ জুলাই কিংস্টনে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এই মেসেজ ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল এমনটাই গতকাল বলেছেন সাকিব আল হাসান। পরের ম্যাচে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে খেলতে নামতে হবে বলেও জানিয়েছেন তিনি। এখনো অবশ্য এই সিরিজ ড্র করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক।

‘আমরা আসলে তিন বিভাগেই পরাজিত হয়েছি। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের পাঁচদিনে আমাদের অনেক জায়গা নিয়ে কাজ করতে হবে। উন্নতির অনেক জায়গা আছে। আসলে এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা কঠিন। আমাদের আর একটু সময় লাগবে। আগামী পাঁচদিনে আমাদেরকে মানসিকভাবেও প্রস্তুত হতে হবে। তারপর মাঠে নামতে হবে।’

বোলার আবু জায়েদ রাহী ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের প্রশংসা করেছেন সাকিব, ‘নুরুল খুবই ভালো ব্যাটিং করেছে। তাকে ক্রেডিট দিতে হবে। অভিষেকে আবু জায়েদ আশা জাগানিয়া ছিল। সে তার স্বাভাবিক খেলাটা দেখিয়েছি। সে যে বাংলাদেশের জন্য ‘ভবিষ্যত’ সেটার জানান দিয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন