শিরোনাম

প্রচ্ছদ /   তামিম সাকিব যেটা পারেননি বিশ্বকে তাক লাগিয়ে সেটা করে দেখালেন নুরুল হাসান

তামিম সাকিব যেটা পারেননি বিশ্বকে তাক লাগিয়ে সেটা করে দেখালেন নুরুল হাসান

Avatar

শুক্রবার, জুলাই ৬, ২০১৮

প্রিন্ট করুন

ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ টেস্টের প্রথমটিতে ৪ জুলাই মাঠে নামে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। লিটন দাস ২৫ রান করলেও বাকিরা কেউই দুই অংকের কোটায় পৌছাতে পারেনি। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল করেছেন মাত্র ৪ রান। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি কোন রান না করেই আউট হন।অন্যদিকে বাংলাদেশ যেখানে মাত্র ৪৩ অলআউট সেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রমন ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করেছে ৪০৬ রান। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট করছে ১২১ রান খেলেছেন ২৯১ বল।

৩৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে গিয়ে আবার ব্যর্থ বাংলাদেশ টিম। টেস্ট খেলতে গিয়ে যেন বিভীষিকাময় পরিস্থিতিতে পড়ে তামিমরা। প্রথম ইনিংসে ৪ রান করা তামিম দ্বিতীয় ইনিংসে যোগ করেছে মাত্র ১৩ রান।আর ১৩ করেই একটি মাইলফলক ছুয়েছেন বাংলাদেশী এ ওপেনা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান পূরণ করেছেন এই বাঁ-হাতি। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তামিমের। এরপর ৫৫তম টেস্টে এই মাইলফলকে পা দিলেন তামিম।

এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ৬২ রান তুলতে টাইগাররা হারিয়েছে ৬ উইকেট। প্রথম ইনিংসে ২৫ করা লিটন দাস ২ রান করেই আউট হন। আর শুণ্য রানে আউট হন মুমিনুল হক। মাহমুদউল্লাহ ১৫ রান ও নুরুল হাসান ৭ রান করে অপরাজিত থেকে দিন শেষ করে। আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ কোন রান না যোগ করেই হোল্ডারের বলে আউট হন।

তবে সবাই যখন একে একে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তখন হাল ধরেছেন নুরুল হাসান। বাংলাদেশে এই উইকেট রক্ষক তুলে নিয়েছেন নিজের প্রথম হাফসেঞ্চুরির মাইলফলক। নিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এ মাইলফলক স্পর্শ করে এ ব্যাটসম্যান।তিনি ৭৪ বলে ৬৪ রান করে আউট হন। ক্রিজে আছনে রুবেল হোসেন তিনি করেছেন ১৫ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ দল ১৪৪ রান করেছে বাংলাদেশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন