আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ ব্যাটিং করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ করে দুই ওপেনার শারমিন সুলতানা এবং আয়েশা রহমান। শারমিন ৩০ এবং আয়েশা ২৭ রানে আউট হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫১ রান সংগ্রহ করেছে।
আয়ারল্যান্ডঃ ৩৭/২ (৮ ওভার)
বাংলাদেশ একাদশ : সালমা খাতুন (সি), নিগার সুলতানা, ফাহিমা খাতুন, সঞ্জদা ইসলাম, জাহানারা আলম, রুমানা আহমেদ, খাদিজুল কুবরা, নাহিদা আক্তার, আয়াশা রহমান,শামিমা সুলতানা, ফারগানা হক।
ইতিমধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে জয়লাভ করলে এই প্রথমবারের মতো কোনো দলকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন