জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল অায়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অায়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এদিকে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতেই আয়ারল্যান্ডের ২ টি উইকেট তুলে নিয়েছে জাহানারা আলম। দলীয় ৭ রানের মাথায় প্রথম এবং ১২ রানের মাথার দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে।বাকি ২ টি টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখাবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল নাইন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ বিকাল চারটার সময় শুরু হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন