শিরোনাম

প্রচ্ছদ /   নাসিরের অস্ত্রোপচার এর জন্য কত টাকা দিল বিসিবি বিস্তারিত প্রতিবেদনে

নাসিরের অস্ত্রোপচার এর জন্য কত টাকা দিল বিসিবি বিস্তারিত প্রতিবেদনে

Avatar

শনিবার, জুন ৯, ২০১৮

প্রিন্ট করুন

পায়ের ইনজুরিতে পরা নাসির হোসেনের সার্জারি করা হয়েছে এই শুক্রবার। স্বনামধন্য সার্জন ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই অপারেশন অনুষ্ঠিত হয়েছে।রাত দশটার দিকে অপারেশনের পরে একটি ছবি নাসিরের ফেসবুক পেজে পোষ্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাসির।

এদিকে বিসিবির একটি সুত্র থেকে জানা গেছে নাসিরের চিকিৎসার খরচ অনেকটাই বহন করবে বোর্ড। যদিও সেখানে কিছুটা শর্ত বেঁধে দিয়েছে বিসিবি।আর তা হলো বোর্ড থেকে সর্বোচ্চ ৮ হাজার ডলার খরচ করা হবে এই অলরাউন্ডারের সার্জারি এবং আনুসাঙ্গিক খরচে। বাড়তি খরচের সবই নাসিরকে নিজে করতে হবে।

সেই সুত্রের ভাষায়, ‘নাসিরের চিকিৎসার খরচ বোর্ড থেকে দেয়া হবে, তবে পুরোটা নয়। বেশিরভাগ খরচই দেয়া দেয়া হবে, তবে তা ৮ হাজার ডলারের বেশি নয়।’উল্লেখ্য ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়ে কয়েকদিন আগেই মাঠের বাইরে ছিটকে পরেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। এরপর বিসিবির চিকিৎসক এবং ডেভিড ইয়ংয়ের দেয়া তথ্য মতে জানা যায় এ বছর আর ফেরা হচ্ছে না নাসিরের।

সেক্ষেত্রে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর তো তিনি মিস করবেনই পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন