আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর গত ৫ই জুন অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় আফগানরা। এরই ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জিতে যায় আফগানরা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয়েছে ম্যাচটি।
বাংলাদেশ = ৪/০ , ওভার= ১
আফগানিস্তান= ১৪৫/৬ , ওভার= ২০ । মোহাম্মদ শেহজাদ= ২৬(আউট) , উসমান গনি=১৯(আউট) ,আসগর স্ট্যানিকজাই= ২৭(আউট), সামিউল্লাহ শেনওয়ারি= ৩৩ , মোহাম্মদ নবী= ৩(আউট) , নাজিবুল্লাহ জাদরান= ১৫(আউট) ,শফিকুল্লাহ= ৪(আউট) ,রশিদ খান= ১ ।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। সিরিজ হাতছাড়া হয়ে গেছে। মিশন এবার আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা এড়ানোর।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাশ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরিফুল হক, মেহেদি হাসান, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম, আবু জয়েদ রাহি
আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ (উঃ), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন