আর কিছুদিন পরেই মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে এবার বিশ্বকাপের সেরা একাদশ ঘোষনা করলেন স্পেনের বিশ্বকাপ জয়ী গোল্কিপার ইকার ক্যাসিয়াস।
তার একাদশে মেসি, রোনালদো জায়গা পেলেও জায়গা পাননি নেইমার। নেইমারের পরিবর্তে এই একাদশে জায়গা পেয়েছেন গ্রীজম্যান। এই একাদশের গোলকিপার হিসেবে থাকছেন ডেভিড ডি গিয়া। এক নজরে দেখে নেওয়া যাক সেই একাদশটিঃ
এক নজরে ক্যাসিয়াসের একাদশ
দানি কারবাহাল (স্পেন, রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), থিয়োগো সিলভা (ব্রাজিল, পিএসজি), টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ), লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ), এইডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি), আঁতোয়ান গ্রিজমান (ফান্স, অ্যাথলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ানো রোনালদো( পর্তুগাল, রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন