শিরোনাম

প্রচ্ছদ /   হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ?

হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ?

Avatar

বৃহস্পতিবার, জুন ৭, ২০১৮

প্রিন্ট করুন

ভারতে রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। আগের দুই ম্যাচে শোচনীয় হারের পর চাপে আছে বাংলাদেশ।হোয়াইটওয়াশ ঠেকাতে তৎপর রয়েছে সাকিব বাহিনী। তবে দেখার বিষয় হেলায় ফেলায় চলে যায় নাকি দাড়াঁতে পারে বাংলাদেশ।

গত বছর বাংলাদেশ দক্ষিন আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি এখনো ভুলে যায়নি বাংলাদেশ। সে লজ্জার থেকে এ লজ্জা বড় হবে তা ভেবেই শঙ্কিত রয়েছে ক্রিকেট দল।আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং ব্যর্থতায় ৪৫ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।আজকের খেলায় বাংলাদেশকে একটু চিন্তা ভাবনা করেই খেলতে হবে, নয়ত হোয়াইট ওয়াশ ঠেকানো যাবে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন