হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩য় টি-২০ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। আগের ম্যাচ গুলোতে বাংলাদেশ দলের পারফর্ম ছিলো অনেকটাই ছন্নছাড়া। তবে কিছু ভুল না করলে আজকের ম্যাচ অনায়াসে জিততে পারে বাংলাদেশ দল।
ডট বলঃ বিডি টিম প্রচুর ডট বল খেলে। গত ম্যাচে মূলত ৫৩টা ডট বলেই ছিটকে দিয়েছে বাংলাদেশ দলকে। ডট বল ব্যাটসম্যানদের প্রেশার ক্রিয়েট করে বাউন্ডারি মারার জন্য। এতগুলো ডট বল না থাকলে হয়তো ২য় ম্যাচ হারতে হতো না বাংলাদেশকে।
অধিনায়কত্বঃ সাকিবের অধিনায়কত্ব আজকের ম্যাচ দিতে হবে অনেক গূরত্ব। সাকিব যে অনেকটা ছন্নছাড়া অধিনায়কত্ব করছেন তা বুঝাই যাচ্ছে সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ দেখে।
সৌম্যয়ের পজিশনঃ নিজেকে বরাবরের মতো প্রমান করতে ব্যার্থ সৌম্য। তবে গত মযাচে তাকে নামানো হয়েছিলো নিচের দিকে। এই ম্যাচে ৩ নম্বরে ব্যার্থ সাব্বিরের জায়গায় খেলানো যেতে পারে তাকে।
আগামীকাল একাদশে দুই পরিবর্তন আনার সম্ভাবনা বাংলাদেশের।
পরিবর্তন আসতে পারে দুই জাগায়। গত দুই ম্যাচেই ব্যাট হাতে ফ্লপ থাকা মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে আসতে পারেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নিদাহাস ট্রফি থেকেই ব্যাট হাতে ফ্লপ সৌম্য সরকারের জায়গায় আসতে পারেন আরিফুল হক। যেহেতু আরিফুল নিজেও পেস অলরাউন্ডার তাই একাদশে কাল তার সুযোগ পাওয়ার রয়েছে প্রবল সম্ভাবনা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল হাসান অপু।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন