শিরোনাম

প্রচ্ছদ /   কোচ হিসেবে কতটা অভিজ্ঞ স্টিভ রোডস?

কোচ হিসেবে কতটা অভিজ্ঞ স্টিভ রোডস?

Avatar

মঙ্গলবার, জুন ৫, ২০১৮

প্রিন্ট করুন

বহুদিন অপেক্ষা ও জল্পনা কল্পনার পর সু-খবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কেননা নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের প্রধান নতুন কোচ।প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডস। তবে অনেকেই প্রশ্ন তুলছেন কোচ হিসেবে কতটা সফল ও অভিজ্ঞ স্টিভ রোডস?

স্টিভ রোডস কোচ হিসেবে সফল হলেও ক্রিকেটার হিসেবে সফল ছিলেন না বলছেন অনেকেই। কারন তিনি তার ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে খেলেছেন মাত্র ১১টি টেস্ট ও ৯টি ওয়ান্ডে।তবে হুট করে ঝড়ে পড়ে আর ক্রিকেটার হিসেবে থাকতে চাননি তিনি। তাইতো পেশা হিসেবে বেছে নেন কোচিং কে।

তিনি দীর্ঘ ১১ বছর কাটিয়েছে কাউন্টি দল উস্টাশায়ারের পরিচালক ও কোচ হিসেবে। সাবেক এ ক্রিকেটারের কোচিং বা ক্রিকেটিয় প্রোফাইল খুব উজ্জল না হলেও তিনি ক্রিকেটীয় স্ট্র্যাটেজির আদ্যোপান্ত ভালো করেই রপ্ত করেছেন।উল্লেখ্য, কোচ নিয়োগ নিয়ে বহু জল্পনা কল্পনার এক পর্যায়ে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় গ্যারি কারস্টেনকে। গ্যারি কাস্টনের পরামর্শেই তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অনেক সূত্র।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন