শিরোনাম

প্রচ্ছদ /   ক্রিকেটের মোরলের নিয়ম যদি ফুটবলে থাকতো, তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়ত যারা

ক্রিকেটের মোরলের নিয়ম যদি ফুটবলে থাকতো, তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়ত যারা

Avatar

মঙ্গলবার, জুন ৫, ২০১৮

প্রিন্ট করুন

ক্রিকেট অনেকটাই গায়ের জোরে খেলার মত হয়ে যাচ্ছে দিন দিন। ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা আইসিসিকে কোন তোয়াক্কাই করছে না ভারত। নিজেদের ইচ্ছামত সফর তৈরি করে নিচ্ছে তারা। শুধু ভারতই নয়, ছোট দল গুলোর বিপক্ষে নিজেদের দেশে সিরিজ খেলতে চায়না অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত মোড়ল দেশগুলো। আবার বিশ্বকাপ বলতে সাধারনত সারা বিশ্বকেই বুঝায়। কিন্তু আইসিসিতে সেটা বুঝায় ৮টি দেশকে।

নিয়ম করেছে, র‍্যাংকিংয়ে সেরা ৮টি দল সরাসরি খেলবে বিশ্বকাপ। বাকি দেশ গুলোর মধ্য থেকে আর মাত্র দুটি দেশই সুযোগ পাবে বিশ্বকাপে। র‍্যাকিংয়ে আটের বাইরে থাকা বাকি দল গুলোকে নিয়ে হবে চ্যাম্পিয়নসিপ। সেখান থেকে আসবে দুজন। যার কারনে বিশ্বকাপ নামে হলেও হয়ে গেছে গোটা কয়েক দেশের কাপ।এবারই যেমন বাছাই পর্ব খেলতে হল ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজকে। বাদ পড়ল ক্রিকেটের পূর্ন সদস্যের দেশ জিম্বাবুয়ে। দিন দিন বিতর্কেরও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আইসিসি তাদের কর্মকান্ডে।

অন্যদিকে ফুটবল বিশ্বকাপ হয়ে থাকে ৩২ দেশ নিয়ে। শুরুতে এই সংখ্যা ছিল ১০ এরও কম। ধীরে ধীরে সেটা ফিফা বাড়াতে বাড়াতে করেছে ৩২। ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেই তাদের এই প্রসার। আগামী বিশ্বকাপ ৪২ দল নিয়ে আয়োজনের চিন্তা তাদের যাতে করে আরো দেশ সুযোগ পায়। তবে সেটাও আবার ভূতুড়ে আইসিসির ভূতুরে নিয়মের মত করে নয়। বাছাই পর্ব খেলে নিজ নিজ অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করে আসতে হবে।

কিন্তু একবার চলুন দেখে আসি, যদি ফিফাও আইসিসির মত করে র‍্যাংকিং হিসাব করত, তাহলে এই বিশ্বকাপে কোন কোন দল বাদ পড়ত এবং কারা আসতো।বাদ পড়ত যে দল গুলো: – রাশিয়া, সৌদি আরব, মিসর, মরক্কো, ইরান, অষ্ট্রেলিয়া, নাইজেরিয়া, সার্বিয়া, পানামা, জাপান, দক্ষিন কোরিয়া।

যে দল গুলো আসতো: – চিলি, নেদারল্যান্ড, ইতালি, ওয়ালেস, যুক্তরাষ্ট্র, অষ্ট্রিয়া, নর্দান আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, উইক্রেইন, আয়ারল্যান্ড। রোমানিয়া ও প্যারাগুয়ে যৌথ ভাবে ৩২ নম্বরে থাকায় তাদের মধ্যে হত প্লে অফ। যে জিতবে সে পাবে সুযোগ বিশ্বকাপে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন