সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর আজ আবারো আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।সিরিজ হারের লজ্জা থেকে বাচঁতে আজকে শক্তিশালী একাদশ গঠনের বিকল্প দেখছে না বোর্ড। শক্তিশালী একাদশের জন্য দলে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। প্রথমে বাংলাদেশ খেলিয়েছিল তিন পেসার। আজকের ম্যাসে সেই সংখ্যা কমতে পারে। উইকেটে সুবিধা পেতে বাড়তি স্পিনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
মিরাজ ফিরতে পারেন আজ রাজুর যায়গায় এছারা আবু হায়দার রনি ফিরতে পারেন জায়েদ রাহীর জায়গায়।বাংলাদেশ সময় সারে আটটায় ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন