শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ পেল স্টিভ রোডস

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ পেল স্টিভ রোডস

Avatar

মঙ্গলবার, জুন ৫, ২০১৮

প্রিন্ট করুন

অবশেষে খোঁজ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের কাউন্টি দল উস্টারশায়ারের পরিচালক এবং কোচ স্টিভ রোডসকে জাতীয় দলে কোচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১০ সালে এই কোচের অধীনেই ইংল্যান্ডের কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান।

গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর থেকে কোচ ছাড়াই কাজ চলছে বাংলাদেশ ক্রিকেট। এরপর বেশ কয়েকটি সিরিজ খেলল ও প্রধান কোচের দেখা পায়নি। তবে সব প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য কোচ চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।

ইংল্যান্ডের কাউন্টি দল উস্টারশায়ারের পরিচালক এবং কোচ হিসেবে টানা ১১ বছর কাজ করেছিলেন রোডস। খুব একটা হাইপ্রোফাইল কোচ না হলেও ক্রিকেটীয় স্ট্র্যাটেজির সবকিছুই জানা আছে তাঁর। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে মাত্র ১১টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তেমন ভালো না করতে পারলেও কোচ হিসাবর সুনাম আছে তার। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ টেস্ট ম্যাচে ২৪ গড়ে ২৯৪ রান করেছেন তিনি। অসাধারণ ৯ ওয়ানডে ম্যাচে তিনি রান করেছেন ১০৭।

রোডসকে বাংলাদেশের পরবর্তী কোচ হিসেবে নিয়োগের জন্য পরামর্শ দিয়েছেন কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে যাওয়া সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্যারি কারস্টেনও। তার ওপর কয়েকদিন আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন কোচ নিয়োগের ক্ষেত্রে খুব বেশি হাইপ্রোফাইল কাউকে চাইছেন না তারা।

সেই দিক থেকে চিন্তা করেই তাই হয়তো রোডসকে সুপারিশ করেছেন কারস্টেন। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে এরই মধ্যে রোডসের সাথে আলোচনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বাংলাদেশের কোচ হতে নাকি সম্মতিও প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন