আজ রাত ১১টায় বিশ্ব চ্যাম্পিওয়ন উইন্ডিজের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে বিশ্ব একাদশ। সেই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল।
বিশ্ব একাদশের অধিনায়ক হওয়ার কথা ছিলো মর্গানের কিন্তু ইনুওজুরির কারনে দল থেকে ছিটকে পড়েন তিনি। যার করনে এই ম্যাচে লীড দিবেন শহীদ আফ্রিদি। আর এই আফ্রিদির বড় ভক্ত তামিম।
তামিম বলেন ,’ ‘আমি সবসময় শাহিদকে (আফ্রিদি) পছন্দ করে এসেছি। আমি তার সাথে একই দলে খেলতে মুখিয়ে আছি। আমি তার বড় ভক্ত, তার অধীনে খেলতে পারা সবসময়ই স্পেশাল।’
তামিম আরো বলেন ,’ ওয়েস্ট ইন্ডিজ দলের কথা যদি বলি, ক্রিস গেইলের কথা না বললেই নয়। টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য সে যা করেছে তার এক কথায় অতুলনীয়, শুধু টি-টুয়েন্টিই নয়, অন্য ফরম্যাটেও সে দারুন। তার বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ কিছু।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন