শিরোনাম

প্রচ্ছদ /   গোল ডট কম এর দৃষ্টিতে কোন দল জিতবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ?

গোল ডট কম এর দৃষ্টিতে কোন দল জিতবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ?

Avatar

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

প্রিন্ট করুন

বিশ্বকাপ শিরোপা জয় করাটা যে কতটা চ্যালেঞ্জর সব দলই সেটা জানেন। তবে প্রতিটি বড় টুর্নামেন্টে সব সময়ই থাকে কিছু ডার্ক হর্স। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ২১তম ফিফা বিশ্বকাপ। যেখানে অংশ নেবেন বিশ্বের সেরা ফুটবলাররা। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করবে। সুতরাং কোন দল শিরোপা জিতবে সেটা ধারণা করাটা বেশ কঠিন। তবে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে কখনো কখনো কোন কোন দলের ললাটে জোটে ফেবারিটের তকমা। বড় ধরনের টুর্নামেন্টগুলোতে সব সময়ই কিছু ডার্ক হর্স থাকে যারা ঘটাতে পারে আপসেট।

ফুটবল ওয়েবসাইট ‘গোল ডট কম’ এর দৃষ্টিতে কোন দল জিতবে ২০১৮ বিশ্বকাপ? ফুটবলের সর্বোচ্চ পুরস্কার জয়ের দাবীদার নিয়ে এবার দৃষ্টি দেয়া যাক।

২০১৮ বিশ্বকাপ জয়ে ফেবারিট :

জার্মানি : গতবারের তুলনায় দ্বিতীয় সারির দল হলেও বর্তমান চ্যাম্পিয়ন এবং সম্প্রতি কনফেডারেশনস কাপ জয়ী জার্মানি নিঃসন্দেহে বিশ্বকাপ জয়ে অন্যতম ফেবারিট। আগামী ১৫ জুলাই মস্কোতে অনুষ্ঠিতব্য ফাইনালে ট্রফি হাতে নেয়ার ক্ষেত্রে অনেকটাই জোয়াচিম লো’র জার্মানির বাজির দর ৯/২। গ্রুপ পর্বে মেক্সিকো, সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার পর তাদেরকে নক আউট পর্ব খেলতে হবে। তবে লো’র শিষ্যরা বছরের পর বছর ধারাবাহিকভাবে পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছেন যেকোনো বড় টুর্নামেন্টের জন্য তারা প্রস্তুত।

ব্রাজিল : বিশ্বকাপ শিরোপা জয়ে ফেবারিট হিসেবে বাজির দরে জার্মানিকে পিছনে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের তারকা খেলোয়াড় নেইমারের ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও দক্ষিণ আমেরিকান দলটির বাজির দর ৪/১। বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষ স্থান দখল করেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তিতের দলটি। বাছাই পর্বে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়েই রাশিয়া এসেছে ব্রাজিল।

গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও কোস্টারিকা। তিন দলই কঠোর পরিশ্রমী ও যেকোনো কিছু করতে সক্ষম হওয়ায় নিঃসন্দেহে ব্রাজিলের গ্রুপটি বেশ কঠিন। সুতরাং নক আউট পর্বে যেতে ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাতে কোনো সন্দেহ নেই।

স্পেন : ২০০৮-২০১২ পর্যন্ত বিশ্ব ফুটবলকে শাসন করা ২০১০ বিশ্বকাপ জয়ী দলটি যদিও আগের অবস্থায় নেই। তবে সার্জিও রামোস, ইস্কো এবং আন্দ্রেস ইনয়েস্তার মত খেলোয়াড়রা থাকায় এখনো বিশ্বের অন্যতম আতঙ্কের দল স্পেন। যদিও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তথাপি ২০১৮ আসর জয়ে তাদের বাজির দর ১১/২। গ্রুপ পর্বে স্পেনের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল, মরক্কো এবং ইরান। তবে গ্রুপের দুই দলের মধ্যে থাকার মত যথেষ্ঠ শক্তি তাদের আছে।

ফ্রান্স : ব্রাজিল, জার্মানি এবং স্পেনের মত দশ বছর আগে প্রথম ও একবারই শিরোপা জয় করা ফ্রান্সও রাশিয়া আসর জয়ে ফেবারিটদের একটি। কোচ দিদিয়ের দেশ্যমের রয়েছে একদল মেধাবী খেলোয়াড়। পল পগবা এবং আতোয়ান গ্রিজম্যানরা থাকায় লেজ ব্লুসদের বাজির দর এত বেশি (১৩/২)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন