শিরোনাম

প্রচ্ছদ /   দলের যে তিনজনকে এবার ধুয়ে দিলেন পাপন

দলের যে তিনজনকে এবার ধুয়ে দিলেন পাপন

Avatar

মঙ্গলবার, মে ২২, ২০১৮

প্রিন্ট করুন

চন্ডিকা হাথুরুসিংহে যাবার পর থেকে প্রধান কোচের আসনটি খালি পড়ে রয়েছে। তবে এগিয়েছে কোচিং ডিরেক্টর পাওয়ার প্রক্রিয়া। কোচ না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ও ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের দ্বারস্থ হয়েছে বিসিবি। টাইগারদের কোচ খুঁজে দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি।প্রধান কোচের ব্যাপারে দলের সিনিয়র ক্রিকেটার, কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তিনি। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে টেস্ট ও টি-টোয়েন্টির জন্য আলাদা কোচের পরামর্শ দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।ব্যাটিং পরামর্শক থাকলেও একজন কোচের প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি। তার মতে, দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের শট খেলার প্রবণতা অনেক। আর তাই এ সমস্যা কাটিয়ে উঠতে একজন অভিজ্ঞ কোচের কোচের প্রয়োজন। আর সে সময় তিনি এ নিয়ে কথা বললেও সৌম্য, ইমরুল ও লিটনদের কড়া সমালোচনা করেছেন।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আসল দরকার ব্যাটিং কোচ। আপনি যদি দেখেন, বেশিরভাগ টেস্টে আমাদের প্রথম তিনজন ব্যাটসম্যান কি করবে আমরা তা জানি না।

তারপর মুশফিক-রিয়াদরা যখন আসে, তখন একটু ভারসাম্য থাকে। টপ অর্ডারে যারা আছে সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল আছে তারা বেশি শট খেলতে যায় শুরুতেই। টেস্টে এতো শট কেউ খেলে না।’ তিনি আরো বলেন, ‘মাঝে মাঝে টেস্টে দেখি ছাড়ার বল ছাড়ছে, মারার বর মারছে। এতো ধৈর্য্য দেখায় কিভাবে? আমাদের এই ধৈর্য্যটাই নেই। আমি বলতে চাই টেস্টে মাইন্ডসেটটা সম্পূর্ণ আলাদা। সে (কারস্টেন) মনে করছে এখানে আরেকজন আলাদা কোচ হলে ভালো হয়।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন