শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রথমে ব্যাটিং করতে নামা তামিম ইকবালের লাল দলের তিন ব্যাটসম্যান অর্ধশতকের দেখা পেয়ছেন ইতোমধ্যেই।
দিনের প্রথম সেশনে লাল দল ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান দলকে ভালো শুরু এনে দেন। প্রথম সেশনেই ১০০ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায় তামিমের দল। তামিম ইকবালের অবদান সেখানে ছিল ৬৩ রান। পরবর্তিতে অবশ্য তামিম আর ব্যাটিংয়ে নামেননি। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং করার সুযোগ দিতে স্বেচ্ছায় বিরতিতে গিয়েছেন তামিম।
এরপর ওপেনার সাইফ হাসানের সাথে ব্যটিংয়ে যোগ দেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। এবাদত, শরিফুলদের বোলিংয়ে অবশ্য মনঃসংযোগে ব্যঘাত ঘটেনি এই দুই ব্যাটসম্যানের। ৫২ রানের ইনিংস খেলা সাইফও এদিন স্বেচ্ছায় বিরতিতে গেছেন। ফলে শান্তর সাথে ক্রিজে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। শান্তর সাথে জুটি বেধে ক্রিজে থিতু হয়েছেন মিস্টার ডিপেন্ডেবলও। শান্ত এবং মুশফিক অপরাজিত থেকেই চা বিরত্তে গেছে লাল দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত (চা বিরতি পর্যন্ত) তামিম ইকবালের লাল দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০৪ রান। ব্যাট হাতে তামিম ইকবাল ৬৩, সাইফ হাসান ৫২, নাজমুল হোসেন শান্ত ৫২ (অপরাজিত) এবং মুশফিকুর রহিম ২৯ রানে অপরাজিত আছেন।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ
লাল দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও সাপোর্ট স্টাফ।
সবুজ দলঃ সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি, শুভাগত হোম,নাইম ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন