শিরোনাম

প্রচ্ছদ /   সহজ শর্তে ডাচ বাংলা ব্যাংকের ২ কোটি টাকা লোন পাবেন যেভাবে

সহজ শর্তে ডাচ বাংলা ব্যাংকের ২ কোটি টাকা লোন পাবেন যেভাবে

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ১২, ২০২১

প্রিন্ট করুন

বাড়ি তৈরির ক্ষেত্রে এবার মাত্র ৮ শতাংশ সুদে ঋণ দিতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক। নতুন একটি প্রকল্পের আওতায় এই ঋণ দেয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।

মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট স্বপ্নের বাড়ি থাকবে এমন স্বপ্ন দেখে থাকেন সবাই। যেখানে বিপত্তি হয়ে দাঁড়ায় মোটা অঙ্কের অর্থের যোগান। ফলে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বাড়ি তৈইরির দিকেই ঝুঁকে থাকেন মধ্যবিত্তরা। তবে ঋণের ক্ষেত্রে বড় একটি বাধা যখন মোটা অঙ্কের সুদ তখন গৃহ নির্মানে মাত্র ৮ শতাংশ সুদেই ঋণ দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক।

গত ২০২০ সালে ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশ নির্ধারন করে দেয়ার পর সুদের হার কমানো নিয়ে বেশ খানিকটা প্রতিযোগিতা তৈরি হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে। যেখানে লাভবান হচ্ছেন ঋণ গ্রহীতারা। কেননা প্রায় সব ব্যাংকেই এখন সুদের হার ৮ থেকে ৯ শতাংশর মধ্যেই থাকছে।

ঋণের সুদের ক্ষেত্রে যখন এই অবস্থা তখন বেসরকারি ডাচ বাংলা ব্যাংক গৃহ নির্মানে মাত্র ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। ‘ঠিকানা’ নামের আলাদা একটি প্রকল্পের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক এই গৃহ ঋণ চালু করেছে বলেও জানা গেছে।

এদিকে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন জানিয়েছেন ঋণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সেটা আরও দশমিক ৫০ শতাংশ কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হচ্ছে। তিনি বলেন, ‘’এখন ঋণের জন্য ভালো চাহিদাও আসছে। আমরাও ঋণ দিচ্ছি ডিবিবিএলের আবাসন ঋণের সুদহার আরও দশমিক ৫০ শতাংশ কমবে। ফলে সাড়ে ৭ শতাংশ সুদে অন্য ব্যাংকের আবাসন ঋণ আমরা নেব। আর নতুন ঋণে সুদ হবে ৮ শতাংশ।‘’

উল্লেখ্য, ডাচ বাংলা ব্যাংকের ‘ঠিকানা’ প্রকল্প থেকে গ্রাহকরা ঋণের জন্য আবেদন করলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ঋণ পাবেন বলেও জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন