শিরোনাম

প্রচ্ছদ /   মাঠে লড়ছে সানরাইজার্স, গ্যালারি মাতাচ্ছেন এই সুন্দরী, কিন্তু কে এই রহস্যময়ী

মাঠে লড়ছে সানরাইজার্স, গ্যালারি মাতাচ্ছেন এই সুন্দরী, কিন্তু কে এই রহস্যময়ী

Avatar

শুক্রবার, মে ১১, ২০১৮

প্রিন্ট করুন

এই বিশেষ মুখ হয়ে উঠেছে গ্যালারির প্রধান মুখ। হায়দরাবাদের প্রতিটি ম্যাচেই তিনি উপস্থিত থাকছেন গ্যালারিতে।এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ সুপারহিট। ১১ ম্যাচের ৯টিতে জিতে অপ্রতিরোধ্য অরেঞ্জ আর্মি। ফ্যানেরা স্বভাবতই উত্তেজিত। আর সেই ফ্যানদের মধ্যে একটি বিশেষ মুখ হয়ে উঠেছে গ্যালারির প্রধান মুখ। হায়দরাবাদের প্রতিটি ম্যাচেই তিনি উপস্থিত থাকছেন গ্যালারিতে। ক্যামেরাও থেকেই থেকেই নজরবন্দি করছে সুন্দরীকে। স্বাভাবিক ভাবেই, দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কে এই সুন্দরী?

অবশেষে সামনে এসেছে তাঁর পরিচয়। এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই সুন্দরী তরুণীর নাম কাব্য মারান। সান গ্রুপের প্রতিষ্ঠাতা সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক কালানিথি মারানের কন্যা তিনি। কাব্য সান মিউজিক ও সান টিভির এফএম চ্যানেলে কর্মরতা।

ক্রিকেট দেখতে বেজায় পছন্দ করেন কাব্য। ২০১৩ সালে তাঁদের ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ অংশ নেওয়ার পর থেকেই তিনি স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে ঘুরে বেড়ান দলকে সমর্থনের জন্য।কেন উইলিমাসনের নেতৃত্বে সানরাইজার্সের এবারের আইপিএলের এই দুরন্ত পারফরম্যান্সে কাব্য যে যারপরনাই খুশি, তা অবশ্য বলাই বাহুল্য।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন