শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ সিরিজে ফিরতে দক্ষিনআফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এইমাত্র পাওয়াঃ সিরিজে ফিরতে দক্ষিনআফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রোটিয়াদের বিপক্ষে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে গত শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিলো টাইগ্রেসরা।

সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ২৭১ রানের লক্ষ্যে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো রুমানা, জাহানারাদের দল। এবার একই মাঠে আজ বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটায় দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।আর আজ তাদের লক্ষ্য থাকবে জয় দিয়ে সিরিজে ফেরার। তবে এই লক্ষ্যে কতটা সফল হবে তারা সেটাই দেখার বিষয়। কেননা এই ম্যাচের আগে তাদের দুশ্চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে দুর্বল ব্যাটিং লাইন আপ।

গত ম্যাচে বোলাররা মোটামুটি ভালো করলেও ব্যাটসম্যানেরা একেবারেই নিজেদের মেলে ধরতে পারেননি। কেবল সর্বোচ্চ ৬৯ রান করেছিলেন ফারজানা হক। এছাড়া সানজিদা ইসলাম ৩৫ এবং পান্না ঘোষের ২৩ রান ব্যতীত আর কেউই দুই অঙ্কের ঘরেই পৌঁছুতে পারেননি।সুতরাং আজ এই বিষয়টি মাঠে রেখেই তাদের খেলতে নামতে হবে টাইগ্রেসদের। অপরদিকে মুদ্রার উল্টো পিঠ দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। বাংলাদেশের থেকে বলা যায় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে থেকেই এগিয়ে আছে প্রোটিয়ারা।

গত ম্যাচে উপরের সারির বেশিরভাগ ব্যাটসম্যানই রান পেয়েছিলেন। আর বোলিংয়ের কথা তো না বললেই নয়। প্রোটিয়াদের বোলিংয়ের সামনে একেবারেই সেদিন দাঁড়াতে পারেনি রুমানা আহমেদের দল। সুতরাং বলা যায় আজকেও বাংলাদেশকে বোলিং দিয়ে ঘায়েল করার উদ্দেশ্য থাকবে দক্ষিণ আফ্রিকার বোলারদের।বাংলাদেশ স্কোয়াড-ফাহিমা খাতুন, ফারজানা হক, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, খাদিজা তুল কুবরা, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, নাহিদা আখতার, নিরাগ সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রুমানা আহমেদ (অধিনায়ক), সালমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আখতার, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন