ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজকের দিনের একমাত্র ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ এর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্দান্ত করে দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠি।
এই দুইজনের ৫৩ রানের পার্টনারশিপ ভাঙ্গেন রাশিদ খান। ১৫ রান করা শুভমান গিলকে বোল্ড আউট করেন রাশিদ খান।শেষ পর্যন্ত নিতিশ রানার ৮০ রানে ভার করে রানের পাহাড় গড়ে সাকিবের দল কলকাতা।
কলকাতার বেধে দেয়া ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপাকে পরে হায়দ্রাবাদ। দলীয় মাত্র ১০ রানেই দুই উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রশিধ কৃষ্ণার বলে ৪ বলে ৩ রান করা ওয়ার্নার প্যাভভিলিয়নে ফিরলে পরের ওভারে এসে আবার আঘাত হানেন সাকিব।
এবারের আসরে নিজের প্রথম বলেই সাকিব তুলে নেন ৬ বলে ৭ রান করা ঋদ্ধিমান সাহাকে। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট দখলে নিয়েছিলেন সাকিব।সাকিবের ১ম বলে এই উইকেট নেয়ার খোদ প্রশংসা করেছেন টিম কলকাতা ও আইপিএল কর্তৃপক্ষ।শেষ ২ ওভারে হায়দ্রাবাদের জয়ের জন্য ৩৮ রান প্রয়োজন হলে ক্রিজে থাকা মানিশ পাণ্ডে ও আব্দুল সামাদ তা করতে ব্যর্থ হন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে ইনিংস থামে হায়দ্রাবাদের। ফলে তারা ম্যাচ হারে ১০ রানে।
He cleans up Saha on his first ball back in Purple and Gold.
Not a bad start to his 2nd #KKR stint! 💪#KKRHaiTaiyaar #SRHvKKR #IPL2021 https://t.co/TFEkaY3NOh
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2021
Shakib comes into the attack and strikes straight away.
Saha departs for 7.
Live – https://t.co/yqAwBPCpkb #VIVOIPL #SRHvKKR pic.twitter.com/0LKrjsDAn2
— IndianPremierLeague (@IPL) April 11, 2021
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন