শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ আগামীকাল থেকে গণপরিবন চলবে কিনা জানাগেল চূড়ান্ত সিদ্ধান্ত

মাত্র পাওয়াঃ আগামীকাল থেকে গণপরিবন চলবে কিনা জানাগেল চূড়ান্ত সিদ্ধান্ত

Avatar

রবিবার, এপ্রিল ৪, ২০২১

প্রিন্ট করুন

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। গতকাল শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

লঞ্চ, ট্রেন ও বিমান লকডাউনে বন্ধ ঘোষনার পর সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল গণপরিবহন যা রাস্তায় চলাচল করে সেগুলো বন্ধ হবে কিনা। অবশেষে জানা গেল, আগামীকাল (সোমবার- ৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৪ এপ্রিল) তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।‌

ওবায়দুল কাদের বলেন, তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল,‌ ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

তবে এক সপ্তাহ নয়, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (৩ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বলছি, আপাতত ৭ দিনের জন্য মানুষের মুভমেন্টটা বন্ধ করতে। তবে এতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে।

এর আগে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েকদিন আগে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশনা দেয় সরকার।

প্রসঙ্গত, গেল বছরে ২৩ই মার্চ সর্বপ্রথম করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। দেশের সরকারি-বেসরকারি সকল ধরনের অফিস-আদালত, শিল্প কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবহন সহ সবকিছু বন্ধ রাখা হয়েছিল। এরপর ধীরে ধীরে সীমিত আকারে সবকিছু খুলে দেয়া হয়েছিল শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তবে নতুন করে আবারও সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে সরকারের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন