লকডাউনে ট্রেন চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকার ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত নতুন করে পরিবর্তন করা হয়েছে।
দেশে আবারও নতুন করে বাড়তে শুরু ক্রেছে ক’রোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের ক’রোনা হাসপাতালগুলোতে বাড়ছে রো’গীদের সংখ্যা সেই সাথে দীর্ঘ দচ্ছে লা’শের মিছিলও। এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে নতুন করে আবারও গোটা দেশ এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
নতুন করে আরোপ করা এই লকডাউন কার্যকর হবে আগামী ৫ এপ্রিল থেকে। লকডাউন ঘোষণার আগে সরকারের পক্ষ থেকে দেয়া ১৮ দফা নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা ছিল আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশের যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলোতে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। তবে সেই সিদ্ধান্তের পরিবর্তন করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন জরুরি খাদ্যবাহী ট্রেন ব্যতীত সকলপ্রকার যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে লকডাউনের সময়। ফলে প্রথম যে ঘোষণা দেয়া হয়েছিল সেই ঘোষণা বাতিল হল।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে লকডাউনের কথা জানান। এরপরই মূলত ট্রেন চলাচলের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে ট্রেন ছাড়াও সড়ক পথে চলা গণপরিবহনগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থকে। যেখানে প্রতি যাত্রীকে গুনতে হচ্ছে বাড়তি ৬০ শতাংশ ভাড়া।
প্রসঙ্গত, গেল বছরে ২৩ই মার্চ সর্বপ্রথম করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। দেশের সরকারি-বেসরকারি সকল ধরনের অফিস-আদালত, শিল্প কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবহন সহ সবকিছু বন্ধ রাখা হয়েছিল। এরপর ধীরে ধীরে সীমিত আকারে সবকিছু খুলে দেয়া হয়েছিল শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তবে নতুন করে আবারও সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে সরকারের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন