শিরোনাম

প্রচ্ছদ /   ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় দেশের যেসব অঞ্চলে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় দেশের যেসব অঞ্চলে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

Avatar

বুধবার, মার্চ ৩১, ২০২১

প্রিন্ট করুন

তীব্র গরমের পর এবার কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের নদীবন্দরসমূহের জন্যও দেয়া হয়েছে সতর্কবার্তা।

গত বেশ কয়েকদিন ধরেই গোটা দেশে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। জনজীবনে ব্যাপকভাবে প্রভাবও পড়েছে এই গরম আবহাওয়ার কারনে। ৩১ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

অন্যদিকে দেশের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চলে। এসব অঞ্চলের নাম উল্লেখ করে আবহাওয়া দপ্তরের ওই বিজ্ঞপিতে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয় প্রকাশিত বিজ্ঞতপিতে।

এছাড়া  মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবরে জানানো হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন