দেশের গণপরিবহনে আবারও নতুন করে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পরিবহন মালিকদের ভাড়া বৃদ্ধির দাবির পর তা মেনে নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
দেশে আবারও হা’না দিয়েছে মহামারী ক’রোনা ভাইরাস। বিগত কয়েক মাসে করোনার সংক্রমন নিম্নমুখী থাকলেও চলতি মাসে তা আবারও ভয়া’বহ রূপ ধারন করেছে। প্রতিদিন আ’ক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে লা’শের মিছিলও। এই সংক্রমন ঠেকাতে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে ১৮ দফা পদক্ষেপ। যেখানে গুরুত্ব পেয়েছে গণপরিবহনে যাত্রী যাতায়াত।
গত ২৯ই মার্চ রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকে বসেন বাস মালিক পরিবহন সমিতির নেতারা। এসময় বিআরটিএ’র তরফ থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে বাস ও মিনিবাস চলাচলের কথা জানানো হলে তা মেনে নেয় পরিবহন সমিতির নেতারা। তবে এক্ষেত্রে তারা শর্ত দেয় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির।
এমন প্রস্তাব ওইদিন রাতেই দাবি আকারে সড়ক পরিবহন মন্ত্রনালয়ে পাঠায় বিআরটিএ। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদনও দেয়া হয়েছে এই ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবিটির।
নতুন করে ভাড়া বৃদ্ধির ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামীকাল (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। এক্ষেত্রে একজন যাত্রীকে গুনতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া। আগামী দুই সপ্তাহের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
প্রসঙ্গত, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির ঘটনা এবারই নতুন নয়। এর আগে গত বছর করোনা সংক্রমনের ফলে দেশে গণপরিবহন দীর্ঘ সময় বন্ধ থাকার পর তা যখন চালু করা হয়েছিল তখনও ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চলাচলের অনুমোদন দিয়েছিল সরকার। এরপর করোনা সংক্রমন ধীরে ধীরে কমতে থাকলে তা একসময় বাতিল করা হয়েছিল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন