শিরোনাম

প্রচ্ছদ /   হেফাজতের হরতালে আগামী দিন গণপরিবহন চলবে কিনা সিদ্ধান্ত জানালো পারিবহন সমিতি

হেফাজতের হরতালে আগামী দিন গণপরিবহন চলবে কিনা সিদ্ধান্ত জানালো পারিবহন সমিতি

Avatar

শনিবার, মার্চ ২৭, ২০২১

প্রিন্ট করুন

রোববার সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালের মধ্যেও বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি ও চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি। ঢাকা শহর ও শহরতলী রুটে বাস ও মিনিবাস চলাচল করবে বলে সিদ্ধান্ত নেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

শনিবার (২৭ই মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় আলোচনা শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ বাস চলাচলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাস চালানোর ক্ষেত্রে এনায়েতউল্লাহ যুক্তি দিয়ে জানান হরতালের সময় গাড়ি বন্ধ রাখলে পরিবহন ব্যবসায়ীরা লোকসান গুনতে হবে। ফলে লোকসানের হাত থেকে বাঁচতেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরিবহন মালিক সমিতির এই সভায় এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। সার্বিক আলোচনা করার পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় সভা শেষে।

অন্যদিকে একই রকম সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বাস মালিক সমিতি। আজ (২৭ই মার্চ) চট্টগ্রামের পরিবহন মালিক সমিতির এক সভা শেষে এমন সিদ্ধান্ত জানান সংগঠনটির নেতারা।

প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় প্রধানমন্তী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন শুরু করে হেফাজত ইসলাম। রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে হেফাজত নেতাদের সাথে। বিক্ষোভকারীদের সাথে সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের দেয়া তথ্যমতে এই হামলায় গত ২৬ই মার্চ হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হলে সেখানে নিহত হন ৪ জন শিক্ষার্থী। এছাড়া সর্বমোট ৫ জন নিহত হয়েছে সারাদেশে এই বিক্ষোভে। এই মৃত্যুর কারনেই মূলত হেফাজত ইসলাম বিক্ষোভ ও হরতালের ডাক দিয়েছে। শনিবার (২৭ই মার্চ) সারাদেশে বিক্ষোভ করার পাশাপাশি রবিবার আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে এই সংগঠনটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন