শিরোনাম

প্রচ্ছদ /   ইতি টানছেন মুশফিক ও

ইতি টানছেন মুশফিক ও

Avatar

শনিবার, মার্চ ২৭, ২০২১

প্রিন্ট করুন

চলমান নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল হেরেছে ওয়ানডে ফরম্যাটে হওয়া সব কয়টি ম্যাচই। ব্যাটিং কিংবা বোলিংয়ের দুর্বলতা বাদেও চোখে পড়েছে ফিল্ডিং মিসের মহরা। শুধু ফিল্ডিংই নয়, প্রশ্নের জন্ম দিয়েছে মুশফিকুর রহিমের উইকেটরক্ষকের ভূমিকাও।

গেল ২০১৯ বিশ্বকাপের পর থেকেই গ্লাভস হাতে অনিয়মিত মুশফিকুর রহিম। কখনও লিটনকে দেখা গেলেও আবার কখনও নিজেই গ্লাভস তুলে নিচ্ছেন মুশফিক। একটা সময় অধিনায়কের দায়িত্বে থাকা মুশফিক তিন কাঠির পেছনে শক্ত অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে এসে হজম করতে হচ্ছে অনেক সমালোচনা।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া ব্যাটসম্যানদের ক্যাচ মিস করে তোপের মুখে পড়েছিলেন মুশি। তৃতীয় ওয়ানডেতে এসে আবারও সেই ক্যাচ মিসের মহরা দেখা গেছে তার কাছ থেকে। দলে লিটন দাস কিংবা মোহাম্মদ মিঠুনের মত কিপাররা থাকতে কেন মুশফিক স্ট্যাম্পের পেছনে দাড়াচ্ছেন? এমন প্রশ্ন যখন তোলছেন অনেকেই তখন এ ব্যাপারে মুখ খুলেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

সাংবাদিকদের সাথে আলাপকালে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে কথা বলার সময় সুজন জানিয়েছেন, মুশফিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন কিনা সেটা একান্তই তার নিজের সিদ্ধান্ত। তিনি বলেন, ‘’আমি মনে করি বাংলাদেশ দলের সবাই জেতার জন্যই খেলে, মুশফিকও। আমি মনে করি মুশফিকই সঠিক ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য (কিপিং করবে কী, করবে না) । এখন কী তার সময় হয়েছে কি না গ্লাভসটা তুলে রেখে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিবে, ফিল্ডিংয়ে দলকে সাপোর্ট দিবে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।‘’

সুজন আরও জানিয়েছেন, মুশফিক নিজের কথা ভাবার পাশাপাশি দল নিয়েও যথেষ্ট চিন্তা করে থাকেন। এজন্য লিটনের হাতে গ্লাভস তুলে দেয়া হবে কিনা সেটা তার নিজেরই ভাবনার বিষয়। সুজন আরও বলেন, ‘’আমি এভাবে আলাপ না করে বলতে চাই ও খুব ভালো চিন্তাবিদ। বাংলাদেশ দল নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে। ও যদি চিন্তা করে দলে যেহেতু মিঠুন রয়েছে এবং আমার কিপিংটা আগের মতো হচ্ছে না সেক্ষেত্রে অন্য একজন করে আমি যদি ব্যাটসম্যান হিসেবে খেলি। আমি মনে করি সিদ্ধান্তটা ওকে নিলেই ভালো হবে।‘’

‘’বাংলাদেশের ক্রিকেটের সিনিয়র ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক হিসেবে কিন্তু ওর অনেক দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব থেকেই তাকে সিদ্ধান্ত নিতে হবে।‘’- যোগ করেন খালেদ মাহমুদ সুজন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন