বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল বেশ কিছু নতুন মুখ কে সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে। চলতি বছরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই অনেক নতুন মুখকে সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম।
আর ঠিক বিশ্বকাপের আগেই একজন দারুন প্রতিভাসম্পন্ন অলরাউন্ডারের খোঁজ পেলো টিম বাংলাদেশ। ইতিমধ্যেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ওই তরুণ প্রতিভাসম্পন্ন খেলোয়ারটি। এবং নিজের প্রতিভার ছাপ ও রাখতে শুরু করেছেন।
তরুণ এই অলরাউন্ডার টির নাম শেখ মাহাদী হাসান। ইতিমধ্যেই বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলিতে দারুন পারফরমেন্স দেখিয়েছেন এই তরুণ খেলোয়ারটি। এছাড়াও বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে রাজশাহীর হয়ে দারুন পারফরমেন্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছেন। নিউজিল্যান্ডের সাথে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দেশের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার।
যদিও মাহাদী হাসান তার জীবনের প্রথম ম্যাচ অর্থাৎ দেশের জার্সি গায়ে প্রথম ম্যাচটি স্মরণীয় করতে পারেননি। যদিও সেই ম্যাচে বাংলাদেশের গোটা দলটিই কার্যত আত্মসমর্পণ করেছিল কিউয়ি দের কাছে। সেই ম্যাচে ৮ নম্বরে ব্যাট করতে নেমে মাহাদী হাসান ২০ বলে ১৪ রান করেন। যদিও সেই ম্যাচে প্রথম বলেই ৬ হাকিয়েছিলেন। কিন্তু অপরপ্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকায় খুব বেশী কিছু করতে পারেননি তিনি।
কিন্তু নিজের দ্বিতীয় ম্যাচেই অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। বল হাতে শুরুতেই দারুন দাপটের সাথে কিউয়ি দের দুই উইকেট তুলেনেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম দুইজন শিকার হলেন হেনরি নিকোলাস এবং উইল ইয়ং। এছাড়াও এই ম্যাচে তিনি একটি ওভার মেডেন ও দেন। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪২ রান দিয়ে ম্যাচটি শেষ করেন।
ইতিমধ্যেই এই তরুণ অলরাউন্ডার প্রশংসা কুড়িয়েছেন তার সতীর্থদের কাছ থেকে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলে ফিনিসারের জায়গাটা বেশ নড়বড়ে। বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড় কে ওই পজিশনে খেলানো হলেও কেউই স্থায়ী ভাবে প্রভাব ফেলতে পারেনি। তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে এই তরুণ অলরাউন্ডার কে তৈরি করতে। যে ফিনিসারের পাশাপাশি বোলিং টাও করতে পারবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন